‘লেবু পেলে সেটা দিয়ে লেমোনেড বানিয়ে খাও’—বেশ পুরোনো প্রবাদ। জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে সেখান থেকেই সম্ভাব্য সেরা ফল বের করে আনার অনুপ্রেরণা নেওয়ার এ বাক্যটি কাজে লাগালেন রোনালদিনহো। জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করায় জেলে যেতে হয়েছে এই শতাব্দীর অন্যতম সেরা ফুটবলারকে। জেলে গিয়েই অংশ নিয়েছেন ফুটসালে। আর ফাইনালে দলকে জিতিয়ে পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার। একটি দাতব্য সংস্থার আহ্বানে প্যারাগুয়ে গিয়ে মহা বিপদে পড়েছেন রোনালদিনহো। খেলোয়াড়ের দাবি, তাঁর হাতে থাকা জাল কাগজপত্র আমন্ত্রণ জানানো প্রতিষ্ঠানই সরবরাহ করেছে। এ নিয়ে তাঁর আইনজীবী ও প্যারাগুয়ের রাষ্ট্রপক্ষের কৌঁসুলির মধ্যে চলছে আইনি লড়াই। আর এ সময়টায় রোনালদিনহো ও তাঁর ভাই রবার্তোর ঠিকানা হয়েছে জেলে। আরগু প্যাসিওন এস্পেসিয়ালিজাদা নামের এই কারাগারে একটু বিশেষ পদমর্যাদার কয়েদিদের স্থান হয়। রোনালদিনহোকে কারাগারের যে সেলে রাখা হয়েছে, সেখানে সাবেক ২৫ পুলিশ অফিসার আছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.