You have reached your daily news limit

Please log in to continue


অভিনেতা লিটু আনামের পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্নলংকার চুরি

নাট্য অভিনেতা লিটু আনামের ঠাকুরগাঁওয়ের বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খাবারের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে পরিবারের স্বজনদের অজ্ঞান করে ৫০ ভড়ি স্বর্নলংকার ও নগদ এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে শহরের আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সোমবার সকালে লিটু আনমের বাসার লোকজন নাস্ত্মা খাওয়ার পর থেকেই কিছুটা খারাপ লাগছিলো সকলের। অনেকই দিনের বেলা ঘুমিয়ে পড়েন। পরে রাতে ঘুমানোর আগে গেটে তালা দিয়ে সকলেই আবার ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ১০ মার্চ সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা এবং বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। সেই সাথে আলমারি থেকে নগদ এক লক্ষ টাকা ও ৫০ ভড়ি স্বর্নলঙ্কার চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।এ ঘটনায় ঠাকুরগাঁও থানা পুলিশ ওই বাসা থেকে বিভিন্ন খাবার আলামত হিসাবে জব্দ করেছে। সেটি রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন