কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার উৎসস্থল উহানে গেলেন শি জিনপিং

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১৬:০৩

অবশেষে প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাস) এর উৎসস্থল উহানে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, গতকাল সোমবার সকালে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্যোগ ও প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইরত মেডিকেল কর্মী, গণমুক্তি ফৌজের সৈন্য, পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাৎয়ের কথা জানিয়েছিল। মঙ্গলবার উহানে করোনা শনাক্তের পরে প্রথমবারের মতো সি উড়োহাজাজে করে সেখানে যান চীনা প্রেসিডেন্ট। তার এই সফরের লক্ষ ‘মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিস্থিতি সরেজমিনে দেখা।’ উহানে প্রেসিডেন্টের সফরের পরে চীনা কর্তৃপক্ষ দাবি করছে, দেশটিতে করোনার কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। প্রেসিডেন্টের সফর তারই বহিঃপ্রকাশ।  পরে এক ভিডিও সংযোগের মাধ্যমে নগরের একটি হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও রোগীদের সঙ্গে মাস্ক পরে কথা বলেন শি জিনপিং। তিনি সামরিক কর্মকর্তা, সমাজসেবাকর্মী, পুলিশ, স্থানীয় অধিবাসী ও রোগীদের সঙ্গে কথা বলবেন। ইতোমধ্যে করোনায় ১০৩ টিরও বেশি দেশ ও অঞ্চলে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও