কেজি দরে ২০ টন বই বিক্রি করে দিলেন শিক্ষা কর্মকর্তা!
ঝালকাঠির রাজাপুরে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির সরকারি নতুন ও পুরাতন প্রায় ২০ টন বই বিক্রির অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদারকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় বিক্রি করা বই ও বই বহনকারী ট্রাক জব্দ করা হয়েছে।আজ সোমবার সকালে উপজেলা সদরের রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ বই ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকটি জব্দ করেন উপজেলা নির্বাহী কর্তকর্তা সোহাগ হাওলাদার। পরে ট্রাকটি বইসহ উপজেলা কার্যালয়ে নিয়ে যান তিনি।জানা গেছে, ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন ও পুরাতন প্রায় ২০ টন বই ১৩ টাকা ৭৫ পয়সা দরে সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রি করেন শিক্ষা কর্মকর্তা। অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদারের দাবি, যে বইগুলো বিক্রি করা হয়েছে সেগুলো পুরনো বই, ২০১৮ সেশনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.