প্রধান শিক্ষকের হাতে আলাদীনের চেরাগ!

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ মার্চ ২০২০, ১৪:০৯

এম এম মোবারক হোসেন পেশায় একজন শিক্ষক। তিনি সাতক্ষীরার তালা উপজেলার এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষাজীবন শেষ করে ১৯৯৬ সালের ১ এপ্রিল সহকারী শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ২০০৯ সালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে ওই বছরের নভেম্বরে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি। নিয়োগ পাওয়ার পরেই তার হাতে চলে আসে 'আরব্য উপন্যাসের সেই আলাদীনের চেরাগ'। পৈত্রিক সূত্রে তিনি মাত্র ১৩ কাঠা জমির মালিক। চাকরি জীবনে স্কুলের আর্থ আত্মসাৎ করে প্রায় ৩০ লাখ টাকা খরচে পাঁচতলা ফাউন্ডেশন করে একতলা টাইলস-অলা বাড়ি নির্মাণ করেন। বসতঘরে রাজকীয় আসবাবপত্রের পসরায় যে কারো চোখ ছানাবড়া হবে। প্রায় ২/৩ বছর পূর্বে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি গেলে পরের দিনই ক্রয় করেন একটি ডিসকভার ১২৫ মোটরবাইক। নিজেসহ পরিবারের সদস্যদের সাজসজ্জা রাজকীয়। প্রতিটি কমপ্লিট তৈরাতে তিনি খুলনার নামাদামা টেইলার্সে অর্ডার করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও