কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফাঁস হচ্ছে পাপিয়ার কেএমসি বাহিনীর নানা অপকর্ম

সমকাল প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ১১:৪৬

তাদের সবার হাতেই ইংরেজিতে লেখা ট্যাটু 'কেএমসি'। নরসিংদীর লোকজনও চেনে কেএমসি বাহিনী হিসেবেই। গ্রুপের সদস্যরা মোটরসাইকেলে দাপিয়ে বেড়াত শহরের অলিগলি। সবাই তাদের জানতেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়ার বাহিনী হিসেবে। তাই মুখ বুঝে সবাই সবকিছু সহ্য করতেন। এই বাহিনীকে যাদের দমনের কথা ছিল, সেই স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল নিশ্চুপ। ফলে নরসিংদী শহরে কেএমসি বাহিনীর আচরণ ছিল 'যম'-এর মতো। অবশ্য সেই পাপিয়া র‌্যাবের হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসছে তার বাহিনীর নানা অপকর্মের কাহিনি। মুখ খুলতে শুরু করেছেন লোকজনও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নরসিংদীর লোকজন বলছেন, গ্রেপ্তারের পর বহিষ্কার হওয়া পাপিয়ার এই কেএমসি বাহিনীর মূল কাজ ছিল চাঁদাবাজি আর মাদক ব্যবসা। মানুষকে জিম্মি করে, ফাঁদে ফেলে এরা পাপিয়ার হয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করত। ইয়াবা পৌঁছে দিত নরসিংদী থেকে ঢাকা পর্যন্ত। স্থানীয় লোকজন বলছেন, পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমন ২০১৯ সালের মাঝামাঝি এই কেএমসি বাহিনী গড়ে তুলেছিলেন। গ্রুপের ৩০ থেকে ৩৫ সদস্যের প্রায় সবাই ছিল বেতনভুক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও