দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা সেনাবাহিনীর বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ মে ২০২৪, ১৫:৩৮

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পেছনে সামরিক চুক্তিতে দুর্নীতির অভিযোগ অন্যতম। এছাড়া তিনি ঘুষের বিনিময়ে সরকারি কাজে নিয়োগ দিয়েছেন বলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে। এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ভার সেনাবাহিনীর উপর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। 


আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির অধীনে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এটা হয়েছে, দেশটির ফরেন অ্যাফেয়ার্স অ্যাক্টের অধীনে। 


সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থান নেবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সেনাবাহিনীর বিষয়, এই মুহূর্তে কিছু বলতে চাই না।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও