গোপন তথ্যের হাজারো হাট: অবাধে বিক্রি এনআইডি ও মোবাইল ফোনের ডেটা
দেশের মানুষের ব্যক্তিগত গোপন ও স্পর্শকাতর তথ্য কেনাবেচা হচ্ছে দেদার। এ জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠেছে এক হাজারের মতো অবৈধ ডিজিটাল হাট। এসব গোপন হাটে জাতীয় পরিচয়পত্রের তথ্য (এনআইডি) ও মোবাইল ফোনের কথোপকথনের (কল ডেটা রেকর্ড–সিডিআর) যাবতীয় রেকর্ড লেনদেন করা হচ্ছে। এমনকি ফোন ব্যবহারকারী কখন-কোথায় আসছেন-যাচ্ছেন, সে রকম ‘জীবন্ত’ তথ্যেরও হাতবদল হচ্ছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) তদন্তে এসব শনাক্ত হয়েছে।
এনটিএমসির কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ এনটিএমসি থেকে তথ্য পাওয়া ৪২টি সংস্থার কেউ কেউ নাগরিকদের এসব স্পর্শকাতর তথ্য গোপন ডিজিটাল বাজারে বিক্রি করে দিচ্ছেন। এসব কাজে দুটি সংস্থার সদস্যদের জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। ওই দুই সংস্থায় একজন পুলিশ সুপারসহ চারজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একটি সংস্থা দুজনকে সাময়িক বরখাস্ত করেছে।