৪৭০০ বছর পর খুলল পিরামিডের দরজা!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ১১:২৯
মিশরের প্রাচীনতম পিরামিড এটি। এর বয়স চার হাজার ৭০০ বছর। ফারাও রাজা জাসোর এই পিরামিডটি নির্মাণ করেন। ধারণা করা হয়, খীষ্টপূর্ব ২৬৪৮ থেকে ২৬৬৭ সালের মধ্যেই এটি নির্মাণ করা হয়। সম্প্রতি, এই পিরামিডটির পুনর্নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। এরপরই জনসাধারণের উদ্দেশ্যে তা উন্মুক্ত করা হয়েছে। এটিই পৃথিবীর একমাত্র স্টেপ (ধাপ আকারের) পিরামিড।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দরজা
- পিরামিড
- খুলে দেয়া
- মিশর