জয় দিয়ে শেষ হয়েছে, এটা ভালো লাগছে: মাশরাফি
নিজের ৫০তম জয় দিয়ে অধিনায়কত্ব শেষ করলেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি মর্তুজা। ‘ধন্যবাদ ক্যাপ্টেন’। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন ঝরছে শুধু আবেগ। পরবর্তী অধিনায়ক মাশরাফির শেষ সংবাদ সম্মেলনে ঝরে পড়ে শুধু আবেগ। ক্যাপ্টেন কেমন লাগছে? এমন প্রশ্ন দিয়েই শুরু সংবাদ সম্মেলন। উত্তরে মাশরাফি বললেন, অসম্ভব ভালো। কারণ অনেক বড় দায়িত্ব ছিল। যেটা কমে গেলো। সাধারণত এ সময়ে কারও ভালো লাগে, কারও খারাপ লাগে। আমার দুটো মনে হচ্ছে। নিজের কাছে ভালো লাগার কারণ অধিনায়ক হিসেবে একটি ভালো জায়গায় শেষ করতে পেরেছি। আর জয় দিয়ে শেষ হয়েছে, এটাও ভালো লাগছে। জয়ের বিশাল ক্যানভাসে আনন্দের রঙ ছড়ানো তামিম-লিটন মাশরাফি বলেন, আমার দুজন খেলোয়াড়ের খেলা ভালো লাগে, বিরাট কোহলি আর লিটন দাস। লিটন অনেকে ভালো খেলে। সে শুধু উইকেটে থেকে খেলে, তা নয়, পরিকল্পনা পরিবর্তন করতে পারে। উইকেটে থাকতে পারে। লিটন বড় ইনিংস খেলতে পারে। আমার বিশ্বাস এটা সে ধরে রাখতে পারবে। আর তামিম অবশ্যই ভালো খেলোয়াড়। সাত হাজার রানের ক্লাবে পৌঁছেছে। আরও করবে। যারা ফর্ম ধরে রাখছে, তারা ব্যাট করবে।