কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্টেশন আছে, নেই টিকিট দেওয়ার কেউ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৮:৫১

বৃটিশ আমলে নির্মিত রেলওয়ে স্টেশনটি বেহাল। স্টেশনের নামে স্থায়ীভাবে সাঁটানো সাইনবোর্ড রয়েছে। রয়েছে টিকিট কাউন্টার ছাড়াও কয়েকটি ভবন, কিন্তু নেই কোনো লোকবল। যথারীতি যাত্রীর আগমনসহ ট্রেনে ওঠানামা করলেও টিকিট দেওয়া ও দেকভালের কেউ নেই। এমন অবস্থা ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অবস্থিত মুশুলি রেলওয়ে স্টেশন। খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ-ভৈরব রেলপথের নান্দাইল উপজেলা অংশে দুটি রেলস্টেশন রয়েছে। একটি 'নান্দাইল রোড রেলস্টেশন’ অপরটি 'মুশুলি রেলস্টেশন'। বৃটিশ আমলে নির্মিত এই দুটি রেলস্টেশন দিয়ে এই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ রেলে চড়ে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করত। নান্দাইল রোড স্টেশনটি চালু থাকলেও মুশুলি রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার লোকজন নিরাপদ বাহন হিসেবে রেলওয়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি মুশুলি রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে সুনশান নীরবতা বিরাজ করছে। স্টেশনে গবাদিপশু চরছে। লাল ভবনগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও