স্বাদ ও সুস্বাস্থ্য চিকেন ভেজিটেবল সালাদে
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৭:৪০
ওজন নিয়ন্ত্রণে রাখতে ও সুস্থ থাকতে সালাদ খাওয়ার বিকল্প নেই। সালাদ তৈরি যেমন সহজ, তেমনি পুষ্টিকরও। খুব সহজে তৈরি করতে পারেন চিকেন ভেজিটেবল সালাদ। উপকরণ পেঁপে আধা কাপ, বরবটি আধা কাপ, টমেটো আধা কাপ, মুরগির কিমা আধা কাপ, গোল মরিচের গুঁড়া পরিমাণমতো, লেবুর রস ১ চা চামচ, বাদাম ২টেবিল চামচ, কাঁচা মরিচ, লবণ পরিমাণমতো, লেটুস পাতা কয়েকটি ও অলিভ অয়েল সামান্য। প্রস্তুত প্রণালী প্রথমে মুরগির কিমা লবণ দিয়ে সেদ্ধ করে রাখুন। একে একে পেঁপে, বরবটি, কাঁচা মরিচ ও টমেটো ধুয়ে কিউব করে কেটে নিন।
- ট্যাগ:
- লাইফ
- সালাদ রেসিপি
- ফলের সালাদ
- সালাদ
- চিকেন সালাদ