ট্রিপ বেড়েছে মৈত্রী এক্সপ্রেসের, কমেছে যাত্রীচাপ

বার্তা২৪ প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ০৯:০৩

ঢাকা-কলকাতা রুটের একমাত্র ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’। বাংলাদেশ থেকে কলকাতাগামী যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় এর ট্রিপ সংখ্যা বাড়ানো হয়েছে। ট্রেনটি সপ্তাহে চার দিনের পরিবর্তে এখন পাঁচ দিন চলছে। এতে করে কমেছে যাত্রীর চাপ।গত ১১ ফেব্রুয়ারি মৈত্রী এক্সপ্রেসের বাড়তি ট্রিপ উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।এটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যায় এবং কলকাতায় গিয়ে পৌঁছায় বিকেল ৪টায়। সোম ও বৃহস্পতি এই দুই দিন ট্রেনটি বন্ধ থাকে।রেলের মার্কেটিং বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে মৈত্রী এক্সপ্রেসে ঢাকা থেকে কলকাতা রুটে ৭ হাজার ৬০০টি টিকিট এবং কলকাতা থেকে ঢাকা রুটে ৬ হাজার ৬১২টি টিকিট অর্থাৎ মোট ১৪ হাজার ২১২টি টিকিট বিক্রি হয়েছিল। যার পরিমাণ মোট আসনের ৯৪ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও