নির্যাতিত এক নারীর গল্প ‘জোঁক’
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ২২:৪৩
বিশ্ব নারী দিবস ৮ মার্চ। আর এই নারী দিবসে মুক্তি পেতে যাচ্ছে নারী কেন্দ্রিক বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জোঁক'। সমাজের নির্যাতিত নারীর এক প্রতিচ্ছবি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পুরুষশাসিত সমাজে নারীর প্রতি নির্যাতনের রূপ কতটা নির্মম তারই এক প্রতিচ্ছবি জোক-এর অন্তু চরিত্র। গল্পের চরিত্রক ছাপিয়ে অন্তু যেন নিজেই হয়ে উঠেছে সমাজের এক আয়না। তরুণ নির্মাতা পার্থ পৌলিনিউস ফলিয়ার পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'জোঁক' অন্তুদের মতো অনেকের কথাই সমাজকে জানান দিচ্ছে। চলচ্চিত্রটি ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরের চলচ্চিত্র উৎসবগুলোতে অনেক প্রশংসিত হয়েছে। এদের মধ্যে…
- ট্যাগ:
- বাংলাদেশ
- অবিশ্বাস্য গল্প
- অসহায় নারী