বিচারককে বদলি বিচার ব্যবস্থার জন্য অশনি সঙ্কেত: টিআইবি
আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশের পর পিরোজপুরের বিচারককে বদলি বিচার ব্যবস্থার জন্য অশনি সঙ্কেত বলে প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
দুর্নীতির মামলায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সদস্য আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিনের আবেদন নাকচ করে গত মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশে দিয়েছিলেন জেলা জজ আব্দুল মান্নান।
এরপর পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আউয়ালের সমর্থকদের বিক্ষোভ-ভাংচুরের প্রেক্ষাপটে জজ আব্দুল মান্নানকে বদলি করা হয়।
বিকালে পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব নিয়ে নাহিদ নাসরিন আওয়ামী লীগ নেতা আউয়াল ও তার স্ত্রীকে জামিন দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.