করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত যুবক হাসপাতালে
নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন সন্দেহে সিঙ্গাপুর ফেরত মেহেদী হাসান নামের এক যুবককে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নওগাঁ সদর আধুনিক হাসাপাতালে রেফার্ড করা হয়। মেহেদী হাসান নওগাঁর নিয়ামতপুর উপজেলার আব্দুল খালেকের ছেলে। সম্পর্কিত খবর নওগাঁয় সৌন্দর্য কন্যা শিমুল বিলুপ্ত প্রায়মেধা যাচাইয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের পরীক্ষা নিলেন এমপিনওগাঁয় অধিক ফলনশীল পেঁয়াজ চাষের দিকে ঝুঁকছেন কৃষক হাসপাতাল সূত্রে জানা গেছে, মেহেদী হাসান কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে নিজের গ্রামের বাড়ি নিয়ামতপুরে আসে। দেশে আসার পর থেকে মেহেদী তার শরীরে অনেক জ্বর ও ব্যথা অনুভব করে। এরপর তাকে প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.