খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৫
আরটিভি
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ১৬:৪০
কাঠ পরিবহনে বাধা দেয়াকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত আরও এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গাজীনগরের বাজারের পাশে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ৪০ বিজিবি সদস্য সিপাহী মো. শাওন (৩০), গ্রামবাসী আহমদ আলী (২৫), আলী আকবর (২৭), তার বাবা মুছা মিয়া (৫৫) ও মো. মফিজ (৬০)।
পুলিশ জানায়, একটি ট্রলিতে করে জ্বালানি কাঠ নিয়ে যাবার সময় বিজিবি সদস্যরা বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিজিবির গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান আহমদ আলী, আলী আকবর তাদের বাবা মুছা মিয়া। পাল্টা হামলায় নিহত হন বিজিবি সদস্য শাওন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
১০ মাস আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে