২০১৯ সালে দুই বাংলার আলোচিত বিয়েটি আইনগতভাবে সম্পন্ন হয়েছিল ৬ ডিসেম্বর। দক্ষিণ কলকাতার নতুন আবাসনে নাম মাত্র কয়েকজন স্বজন-বন্ধু ছাড়া কাউকে ওই অনুষ্ঠান দেখা যায়নি। নিশ্চয় বুঝতে পেরেছেন, আমরা বলছি সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে। ওই বিয়ের প্রায় দুমাস পর আনুষ্ঠানিকভাবে সৃজিতের বৌভাতে বসেছিল তারার মেলা। সেই অনুষ্ঠানের সময় টেলিভিশনের সঙ্গে একান্তে কথাও বলেছেন দুই দেশের এই তারকা দম্পতি। ঘড়ির কাঁটা সন্ধ্যা সাড়ে ছয়টা। তারকা দম্পতি সৃজিত মিথিলা অনুষ্ঠানস্থলে না পৌঁছালেও ততক্ষণে এসে হাজির সঙ্গীত শিল্পী রুপঙ্কর বাগচী, অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ অনেকেই। সঙ্গীত শিল্পী রুপঙ্কার বাগচী বলেন, দুই বাংলার মিলন যদি খুব তারাতারি হয়ে যায়। এর থেকে ভালো কিছু আর হয় না। আমার অনেক অনেক শুভেচ্ছা। সাতটার কাটা ছুঁতেই এসে পৌঁছান বর সৃজিত চক্রবর্তী মুর্হুমুর্হ করে জলে উঠল ক্যামেরার ফ্লাশ। বৌভাতের আসরে অপেক্ষা মিথিলার জন্য। তবে ধীরে ধীরে ভিড় বাড়ে তারকাদের। টোটা রায় চৌধুরী বলেন, অনেক অনেক শুভেচ্ছা ও ভালো। এরই মধ্যে মিথিলার পরিবারের সদস্যরাও হাজির অনুষ্ঠানে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.