তেল সরিয়ে ফেঁসে যাচ্ছেন বাঘারপাড়ার ওসি!
ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা নকল সরিষার তেল সরিয়ে ফেঁসে যাচ্ছেন সদ্য বদলি হওয়া যশোরের বাঘারপাড়া থানা পুলিশের ওসি জসিম উদ্দীন। একটি ভেজাল তেল ও গুড়ের কারখানা থেকে ভ্রাম্যমাণ আদালতের বিপুল পরিমাণ জব্দ করা মালামাল থেকে প্রায় এক হাজার লিটার নকল সরিষার তেল তিনি আত্মসাৎ করেছেন। এ ঘটনায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জামাল আল নাসের ওসি জসিম উদ্দীনের বিপক্ষে বাঘারপাড়া থানায় জিডি করেছেন। থানা সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি উপজেলার নারিকেলবাড়িয়ায় একটি ভেজাল গুড়ের কারখানায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান। এ সময় কারখানা থেকে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ চিনির খালি বস্তা, দশ হাজার কেজি ভেজাল গুড়, কয়েক হাজার কেজি ভেজাল সরিষার তেল ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য জব্দ করেন।