অস্ত্র ও মাদক এবং জাল টাকার পৃথক তিন মামলায় আটক নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার এইচআইভি পরীক্ষা করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘পাপিয়ার দেহে এইচআইভি ভাইরাস থাকলে তার সঙ্গে যোগাযোগ রাখা আওয়ামী লীগের সেই প্রভাবশালী নেতা এবং প্রশাসনের কর্মীরাও এইচআইভি আক্রান্ত হওয়াই স্বাভাবিক। এদের কারণে সারাদেশে এইডস ছড়াতে পারে বলে আশঙ্কা করছি। এদেরকে দ্রুত গ্রেফতার করা হোক।’ মঙ্গলবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জামিন সাংবিধানিক অধিকার। বেগম জিয়ার মুক্তি না হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.