পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী পেলে বিয়ে করবো: শাকিব খান
চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর প্রেমের গুঞ্জন নতুন নয়। সম্প্রতি সেই গুঞ্জনে বাড়তি হাওয়া যোগ হয়েছে। অনেকের দাবি বুবলী গর্ভবতী। সন্তান জন্মদানের জন্যই তিনি বিদেশ পাড়ি দিয়েছেন। শুধু তাই নয়, ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান। এমন খবরও প্রচার করেছে কোনও কোনও গণমাধ্যম।
বিষয়টি নিয়ে শাকিব খান গণমাধ্যমে বলেন, ‘বুবলী কেন নিজেকে আড়ালে রেখেছে আমি জানি না। তার সঙ্গে আমার প্রেমের যে গুঞ্জন উঠেছে তার সত্য নয়। বুবলী আমার ভালো বন্ধু ও সহঅভিনেত্রী ছাড়া আর কিছুই নয়।’
এদিকে অপু বিশ্বাসের সঙ্গে ছাড়াছাড়ির পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান শাকিব একথা স্বীকার করেছেন। শাকিবের বাবা-মা পাত্রীও খুঁজছেন।
শাকিব খান বলেন, ‘বিয়ে তো করতে চাই। আমার পছন্দ মতো পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী পেলে বিয়ে করবো। যে কাজ শেষে বাসায় ফিরলে আমার যত্ন নিবে। মা-বাবা এমন পাত্রীর খোঁজ করছেন। পাত্রী পেলেই বিয়ে।