অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে এক পর্যায়ে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত ১৮ রানে হেরেছে সালমা খাতুনের দল। ভারতের দেয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৪ রানের বেশি করতে পারেননি টাইগ্রেসরা। এ ম্যাচে শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। ইনিংসের দ্বিতীয় ওভারে দলকে সাফল্য এনে দেন অধিনায়ক নিজেই। তার চাতুর্যপূর্ণ বোলিংয়ে বিভ্রান্ত হয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানিয়া ভাটিয়া। এর আগে ২ রান করেন তিনি। বাংলাদেশ দলকে দ্বিতীয়বার আনন্দে ভাসান পান্না ঘোষ। মেরে খেলতে থাকা শেফালী বর্মকে ৩৯ রানে ফেরান তিনি। এরপর ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরকেও আউট করেন পান্না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.