You have reached your daily news limit

Please log in to continue


মেয়ে নিজের ইচ্ছায় বোরখা পরে, বললেন এআর রহমান

‘নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ ভারত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই স্বাধীন ভাবে খেতে-পরতে-চলতে পারেন। আমার মেয়েও তাই। তারপরেও গত একবছর ধরে ওর বোরখা পরা নিয়ে বিতর্ক চলছে। ও কিন্তু নিজের ইচ্ছেয় এই পোশাক পরে’। মেয়ে খাতিজা রহমানকে নিয়ে তসলিমা নাসরিনের এর কটাক্ষের পর অবশেষে সরব হলেন সঙ্গীত তারকা এআর রহমান। চলতি মাসেই খাতিজার আপাদমস্তক বোরখায় ঢাকা ছবি দেখে বিতর্কিত লেখিকা মন্তব্য করেন, খাতিজাকে এভাবে দেখলে তার দম আটকে আসে! সাথে সাথে টুইটে তাকে মুখের ওপর জবাব দেন শিল্পীর মেয়ে। এখানেই শেষ নয়। রহমান আরও বলেন, ‘আমাদের থেকেই উত্তরাধিকার সূত্রে ধর্ম-সংস্কৃতি-ঐতিহ্য পেয়েছে খাতিজা। এগুলো ওর রক্তে মেশা। ফলে, জোর করে নয়, স্ব-ইচ্ছায় খাতিজা বেছে নিয়ে এই পোশাক। আমরা কেউ ওকে জোর করিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন