![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/Magura-pic-2002201109.jpg)
বাঁশেই প্রথম শহিদ মিনার
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৯
১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি পালনের জন্য মাগুরায় একাধিক স্থানে প্রথম শহিদ মিনার তৈরি করা হয় বাঁশ দিয়ে। ঢাকার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশনা অনুযায়ী এ শহিদ মিনার তৈরি করা হয়। স্থানগুলো ছিল তৎকালীন মাগুরা মহকুমা শহরের ইসলামী ইন্টারমিডিয়েট কলেজ, শ্রীপুরের এমসি পাইলট স্কুল, একই উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়, শালিখার আড়পাড়া স্কুল, মহম্মদপুরের বিনোদপুর বসন্ত কুমার মাধ্যমিক বিদ্যালয়।তৎকালীন মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জলিল খান, আব্দুর রহিম জোয়ারদার, নাসিরুল ইসলাম আবু মিয়া, আমিনুল ইসলাম চান্দু মিয়া, আজিম দেওয়ান, মোল্লা নবুয়ত আলী, গোলাম রব্বানীসহ অন্য ছাত্রনেতারা এ কার্যক্রমে নেতৃত্ব দেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শহীদ মিনার
- বাঁশের তৈরি
- মাগুরা