![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/18692/production/_110968999_mediaitem110968478.jpg)
গ্রামীণফোনকে সোমবারের মধ্যে হাজার কোটি টাকা শোধ করতে হবে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪০
গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা সাড়ে বারো হাজার কোটি টাকা পরিশোধ নিয়ে বেশ অনেকদিন ধরেই দর কষাকষি চলছে। এবার এক হাজার কোটি টাকা পরিশোধ করতে সোমবার পর্যন্ত সময় বেধে দিলো আপিল বিভাগ।