আগামীকাল ফিরছেন রেজাউল করিম
দৈনিক আজাদী
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৯
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী আগামীকাল বুধবার চট্টগ্রাম ফিরছেন। তাঁকে চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে বরণ ও সংবর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে দলের সভাপতিমন্ডলী ও সম্পাদকমন্ডলীর সভায়। গতকাল রাত ৮টায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা থেকে এসেই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ জরুরি বৈঠক করেন।