চলতি বছরের ৩ মার্চ সকাল ৬ টায় ফাঁসি হতে চলেছে নির্ভয়ার চার ধর্ষকের। আজ সোমবার মৃত্যুদণ্ড কার্যকরে নতুন পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা কোর্ট। তিহাড় জেল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে নতুন পরোয়ানা জারি করেছেন দায়রা আদালতের অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা। নির্ভয়ার চার ধর্ষক-খুনির গত ১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় ফাঁসির কথা ছিল। তবে আইনি জটে তা ফের পিছিয়ে গিয়েছিল। কিন্তু এই দিনক্ষণও কি চূড়ান্ত? এখনই এমনটা নিশ্চিত করে বলতে পারছে আইনজীবী মহল। কারণ, পবন গুপ্তের হাতে এখনো দু’টি আইনি বিকল্প রয়েছে। আবার সমস্ত আইনি প্রক্রিয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয় ফাঁসির জন্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.