![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/02/14/d3c4684c0b58357014a4a7283f1c2ae0-5e464c210d74f.jpg?jadewits_media_id=1509155)
বৃষ্টির অপেক্ষায় ৩২ দিন
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৬
বাস্তব জীবনের এই রুদ্ধশ্বাস ঘটনার চরিত্র চারজনকে ২৩ জানুয়ারি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকের ছোট ছোট দ্বীপবেষ্টিত ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়া থেকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজন পুরুষ, এক নারী ও এক কিশোর রয়েছে। সবাই পানিশূন্যতায় ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের নিজ দেশ পাপুয়া নিউগিনির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।