রাবির ৩ শিক্ষকের নিয়োগ বাতিল চেম্বারে স্থগিত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে নিয়োগপ্রাপ্ত ৩ শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ-সংক্রান্ত আবেদনের শুনানিতে সোমবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালত এই আদেশ দেন। আদালতে রাবির পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। অপরপক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএফ হাসান আরিফ, ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গত ২৯ জানুয়ারি এক রায়ে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তিন শিক্ষকের নিয়োগ বাতিল করেন আদালত। রায়ে শামসুন্নাহার, মুখতার হোসেন ও রেজভী আহমেদ ভূঁইয়ার নিয়োগ বাতিল করা হয়।