বিধ্বংসী দাবানলে দেশে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজিত চ্যারিটি ম্যাচে জয় পেয়েছে রিকি পন্টিং একাদশ। অ্যাডাম গিলক্রিস্ট একাদশকে ১ রানে হারিয়েছে তারা। মেলবোর্নের জাংশন ওভালে টস হেরে ব্যাট করতে নামা পন্টিং একাদশ নির্ধারিত দশ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১০৪ রান। জবাবে ৬ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে গিলক্রিস্টের দল। পন্টিংদের হয়ে ইনিংস শুরু করেন ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গার। দ্বিতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে ল্যাঙ্গারকে বোল্ড করে দেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। ১৪ বলে ৪টি চারে ২৬ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন পন্টিং। আউট হননি ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাও। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রান করে মাঠ ছাড়েন তিনি। রান তাড়ায় দলকে দারুণ শুরু এনে দেন গিলক্রিস্ট ও শেন ওয়াটসন। ৩ ওভারে ৪৯ রান যোগ করেন দুজনে। ৯ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩০ রান করে মাঠ ছাড়েন ওয়াটসন। ১১ বলে ১৭ রান করেন গিলক্রিস্ট। শেষ দিকে ১৩ বলে ২৯ রানের দাররুণ এক ইনিংস খেলে মাঠ ছাড়েন অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি নেন ২ উইকেট। এই ম্যাচে তারকাদের ব্যবহৃত ব্যাট, জার্সি, হেলমেট সবই নিলামে তোলার ব্যবস্থা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিলামে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.