বঙ্গবন্ধুর ছবিকে সম্মান দেখাতে গিয়ে চাকরি হারাতে বসেছেন ৪ কর্মকর্তা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে অযত্নে রাখার ঘটনায় পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। ছবিটি যারা অযত্নে রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উলটো যারা এটিকে সম্মান দেখিয়েছেন তাদের চাকরিচ্যুতের হুমকিসহ নানা হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক উপপরিচালকের তথ্যে উঠে এসেছে সেই ছবি কীভাবে অযত্নে রুমের বাইরে রাখা হয়েছিল। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপপরিচালক (শিক্ষা) শাহানারা বেগম বলেন, ‘বর্তমান ডিজি যোগদানের পরে তার রুম পরিষ্কার করার কারণে বঙ্গবন্ধুর ছবিটি অযত্নে বারান্দায় ফেলে রাখা হয়। পরে সে অবস্থায় দেখে ছবিটি আমার রুমে নিয়ে আসি। আমার রুমে আরেক উপপরিচালক (শৃঙ্খলা) সালেহা খাতুন বসেন। তিনি মাঝে মধ্যে এটিকে উলটিয়ে রেখে দিতেন। এর পরেই এটি আবার ডিজির রুমেই নিয়ে যাওয়া হয়।’ অথচ বঙ্গবন্ধুর ছবিকে সম্মান দেখাতে গিয়ে আমিসহ আরো তিন জন এখন বিপদে পড়েছি। ছবিটি ডিজির রুমে অযত্নে থাকলেও এ নিয়ে উলটো যারা এর সঙ্গে জড়িত নয় তাদেরকে শোকজ করা হয়েছে।