বেনাপোলে স্বাস্থ্য পরীক্ষা ফেলে ‘পাসপোর্ট ফরম’ লেখেন স্বাস্থ্য কর্মীরা
করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে ভারত থেকে আগত পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ফেলে বাড়তি আয়ের জন্য স্বাস্থ্য কর্মীদের পাসপোর্ট ফরম লেখার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা বলছেন, স্বাস্থ্য কর্মীরা ঠিকমত কাজ করছে কিনা তা তদারকির ব্যবস্থা না থাকায় এমন অবস্থা তৈরি হয়েছে।এদিকে বেনাপোল ইমিগ্রেশনে দায়সারা স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হলেও অনেকে বলছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। রেলে কলকাতাগামী যাত্রীদেরও শুরু হয়নি স্বাস্থ্য পরীক্ষা। এতে ভাইরাসটি ছাড়ানোর ঝুঁকি থেকেই যাচ্ছে।শনিবার (০৮ ফেব্রুয়ারি) ইমিগ্রেশন ভবন ঘুরে দেখা যায়, থার্মাল স্ক্যানার মেশিনটির মনিটর এখন পর্যন্ত ঠিক হয়নি। স্ক্যানার মেশিনটির সামনে যাত্রীদের শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণে সব সময় স্বাস্থ্য কর্মীদের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে কেউ নাই। স্বাস্থ্য কর্মীরা তাদের কাজ বাদ দিয়ে বাড়তি আয়ের জন্য যাত্রীদের পাসপোর্ট ফরম পূরণ করছেন। এতে অনেকে স্বাস্থ্য পরীক্ষা থেকে বাদ পড়ছেন। বন্দরের পণ্য প্রবেশ দ্বারে গিয়ে দেখা মেলেনি কোন স্বাস্থ্য কর্মীর। ভারতীয় ট্রাক চালকরা স্বাস্থ্য পরীক্ষা না করেই বন্দরে প্রবেশ করছেন।