কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


টিউবওয়েলের গ্যাসকূপে তলিয়েছে শহীদ মিনার, ডুবছে বিদ্যালয় ভবন

ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউপির শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের নতুন টিউবওয়েলের কূপ থেকে দুই দিন ধরে অবিরাম বের হচ্ছে গ্যাস। সঙ্গে উঠছে বালি ও পানি। গ্যাস নির্গমনের ফলে গর্ত বড় হয়ে তলিয়ে গেছে বিদ্যালয়ের শহীদ মিনারটি। একটি ভবনের অর্ধেক বালির নিচে ডুবেছে। হুমকির মুখে পড়েছে বিদ্যালয়ের দুটি ভবন। এই গ্যাস নিয়ন্ত্রণে পেট্রোবাংলার চারটি কারিগরি দল কাজ করছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। বিপদের আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয় অধিবাসীদের মাঝে। নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কসবা থানার পুলিশ ও বিজিবি। গতকাল বুধবার বিকট শব্দে এই কূপ থেকে গ্যাস নির্গমন শুরু হয়। ঢাকার পেট্রোবাংলা থেকে আসা কারিগরি দল পরীক্ষা-নিরীক্ষার কাজ করছে। তারা জানিয়েছে, তিন দিন পর্যবেক্ষণের পর বলা যাবে এটি বন্ধ করা যাবে কি না। গ্যাস নির্গমনস্থলের পাশে লাল পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। প্রতিদিন বিদ্যালয়ের আশপাশে ভিড় করছে উৎসুক মানুষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন