‘অর্থ পাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত এনে বিচার’
পূর্ব পশ্চিম
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৭
দেশ থেকে অবৈধভাবে অর্থ বিদেশে পাচার করে যেসব ব্যক্তি বিদেশে অবস্থান করছেন ইন্টারপোলের সহযোগিতায় বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদক অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের ঘটনায় মানিলন্ডারিং আইনে মামলা করেছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (৫ফেব্রুয়ারি) সকালে কমিশনের নিয়মিত সভায় সংস্থাটির পক্ষ থেকে ইন্টারপোলের সহায়তা নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক চেয়ারম্যান বলেন, ‘অবৈধভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা অথবা সরকারি অর্থ আত্মসাৎ করে যারা অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে পাচার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এর পাশাপাশি অর্থ পাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে