পানিতে চুবিয়ে রোগীকে হত্যা, স্ত্রী-ছেলেসহ সেই ফকির গ্রেফতার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকায় চিকিৎসার নামে পানিতে চুবিয়ে কালাম মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ভণ্ড ফকির ও তার স্ত্রী-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ভণ্ড ফকির রিয়াজ উদ্দিন (৪৮) তার স্ত্রী তাসলিমা আক্তার লাকি (৪২) ও ছেলে তৌহিদুর রহমান। তারা বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের বসিন্দা। নিহত কালাম মৃধা পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামের মৃত তুজম্বর মৃধার ছেলে। অভিযুক্ত রিয়াজ ফকির বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকার সুলতান ফকিরের ছেলে। র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, বন্ধাত্ব ও মানসিক রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। তারা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে টাকা, ছাগল, গরু, চাল, মুরগিসহ অন্যান্য জিনিসপত্র গ্রহণ করতো। গ্রেফতারকৃত ৩ জনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালাম মৃধাকে পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে।