সিটি নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫২

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ জন মেয়র প্রার্থীর মধ্যে ৯ জন তাদের জামানত হারিয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএপির প্রার্থী ছাড়া সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ দশমিক ১০ শতাংশ ভোট। আর ধানের শীষের দুই প্রার্থী পেয়েছেন ৩৩ দশমিক ৯৪ শতাংশ ভোট।  উত্তর সিটিতে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ৭২ হাজার ১১ ভোট। দক্ষিণে নৌকার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৯৫ ভোট। আর উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৪১ হাজার ৬১ ভোট। দক্ষিণের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ১২ ভোট। জামানত হারানো দলগুলোর মধ্যে হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুই সিটিতে দলটির প্রার্থীরা পেয়েছেন ৫৪ হাজার ৭২৫ ভোট। অর্থাৎ ৩ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে হাতপাখা প্রতীকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও