বড়পুকুরিয়া কয়লাখনিতে ১২ দিন ধরে ৫ চীনা কর্মকর্তা পর্যবেক্ষণে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০, ১১:০৩
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সম্প্রতি চীন থেকে আসা পাঁচ চীনা কর্মকর্তাকে খনির ভেতরের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ। সিভিল সার্জন জানান, গত ১২ দিন আগে চীন থেকে আসা পাঁচ চীনা কর্মকর্তাকে কয়লাখনির অভ্যন্তরের হাসপাতালে রাখা হয়েছে। সেখানকার চীনা চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন। সংশ্লিষ্টরা বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে চিঠির মাধ্যমে জানিয়েছেন। সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, প্রয়োজন হলে এখান থেকে চিকিৎসক পাঠানো হবে। তবে তাদের মধ্যে এখনও করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।