সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী দই মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার সকাল থেকে নামকরা সব ঘোষদের দই আসা শুরু হয়, আজ সারা দিন চলবে বেচাকেনা। ঐতিহ্যবাহী চলনবিলের তাড়াশে দই মেলা নিয়ে রযেছে নানা গল্প-কাহিনী। তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী জানান, তাড়াশের জমিদারি আমলে তৎকালীন জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। ২৫০ বছর ধরে চলছে এ মেলাটি। জনশ্রতি আছে জমিদার বনোয়ারী লাল রায় দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। এ ছাড়া…
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.