তিন হাজার বছর পর ‘কথা বলে উঠল’ মমি

এনটিভি প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ১২:১০

তিন হাজার বছর আগে মিসরের প্রাচীন শহর থিবসের কারনাকের একটি উপাসনালয়ের পুরোহিত ছিলেন নেসিয়ামান। এর পরই তাঁর মরদেহ মমি করে একটি কফিনে রেখে দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৮২৩ সালে মমিটি উদ্ধার করে ইংল্যান্ডের লিডস সিটি মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়। এই মমি নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা চালিয়েছেন। সে সময়ের মিসর সম্পর্কে অনেক তথ্য এই মমি থেকে মিলেছে। আর শেষ পর্যন্ত তিন হাজার বছরের পুরোনো এই মমিটিই কথা বলে উঠল। গত বুধবার সায়েন্টিফিক রিপোর্টস নামের এক জার্নালে এ তথ্য প্রকাশ করা হয় বলে জানায় সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট। কীভাবে এই মমির কাছ থেকে কথা শোনা গেল, তাও ব্যাখ্যা দেওয়া হয়েছে ওই জার্নালে। বলা হয়েছে,

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও