![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F01%2F27%2Fhritcik-mom.jpg%3Fitok%3DNXNAVcJ4)
ধুমিয়ে নাচলেন হৃতিক রোশনের মা, অন্তর্জালে ঝড় (ভিডিও)
এনটিভি
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০, ১৪:৫০
নাচে বলিউড সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গে টক্কর দিতে পারার মতো ব্যক্তি খুব কমই আছেন বি-টাউনে। তবে হৃতিকের মা-ও যে কম যান না, ইন্টারনেটের কল্যাণে সেই কথা এখন জানতে পেরেছে সবাই। সম্প্রতি প্রকাশ পাওয়া এক ভিডিওতে ধুমিয়ে নাচতে দেখা যায় হৃতিকের মা পিংকি রোশনকে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, হৃতিকের বোন সুনয়নার জন্মদিনে জমিয়ে নেচেছেন পিংকি। এ সময় তাঁর সঙ্গে আরো দুই নারীকে নাচতে দেখা যায়। আর নাচের জন্য তাঁরা বেছে নিয়েছেন হৃতিক অভিনীত সুপারহিট ছবি ‘ওয়ার’-এর গান ‘ঘুঙরু’। ওই তিন নারীর মাথায়ই ছিল রাজস্থানের ঐতিহ্যবাহী পাগড়ি। নাচের ওই মিষ্টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের ন
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড তারকা
- বলিউডি নাচ
- হৃতিক রোশন
- ভারত