শুধু সন্তান জন্ম দিতে যাওয়া যাবে না যুক্তরাষ্ট্রে
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১৪:৪৩
শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য আমেরিকায় ভ্রমণ ঠেকাতে নতুন কিছু বিধি প্রণয়ন করেছে যু্ক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর গর্ভবতী নারীদেরশুধু সন্তান জন্ম দেওয়ার জন্য আমেরিকায় ভ্রমণ ঠেকাতে নতুন কিছু নিয়ম চালু করেছে।নীতিটি শুক্রবার থেকে কার্যকর হয় এবং "বার্থ ট্যুরিজম" বা জন্ম দেয়ার উদ্দেশ্যে ভ্রমণ নামে পরিচিত এই বিধিকে একটি কঠোর ব্যবস্থা হিসাবে মনে করা হচ্ছে।নতুন এই নিয়মে একজন গর্ভবতী নারী যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসার জন্য আবেদন করেন, তাহলে তাকে এটা প্রমাণ দিতে হতে পারে যে মার্কিন মাটিতে সন্তান জন্ম দেওয়া ছাড়া তার ভ্রমণের নির্দিষ্ট অন্য কারণ রয়েছে।