তিন থেকে চার মাস কোনো ফোন পাননি স্কটল্যান্ডের ফোরফারের বাসিন্দা ৭৫ বছর বয়সী অ্যালান হাত্তেল। সম্প্রতি কবরস্থানে গিয়ে একটি কবরে নিজের স্মৃতিফলক দেখে হতভম্ব হন তিনি। এরপরই তার ভুল ভাঙে। আর এমন জঘন্য কাজের জন্য সাবেক স্ত্রীর দিকে সন্দেহের তীর ধরেছেন বৃদ্ধ অ্যালান।-খবর নিউমন্টহিল সিমেট্রি সংস্থার। সংবাদ সংস্থাটি জানায়, হতভম্ব অ্যালান কবরে নিজের স্মৃতিফলক দেখে স্বজনদের প্রতি তার ক্ষোভ ভাঙে। কারণ পরিচিতসহ সবাই তাকে মৃত ভেবে মোবাইলে যোগাযোগ করেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.