ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে
শুরুটা তো যুগ-যুগান্তরে। আধুনিক জীবনবোধ, নারী-পুরুস-সাম্য ও নারীর প্রতি শ্রদ্ধাবোধ, মাতৃমূল্যে বিবেচনা ইত্যাদি কারণে নারী ধর্ষণে ছেদ পড়া উচিত ছিল অত্যাধুনিক যুগে পৌঁছে। ছেদ না হলেও এর দৃশ্যমান হ্রাস প্রত্যাশিত ছিল। যেমন ভারতীয় উপমহাদেশে, তেমনি বিশেষভাবে মানবিক মূল্যবোধে আদর্শিক ধারায় রণাঙ্গনে অর্জিত বাংলাদেশে। যে রণে নারী-পুরুষ লড়াই করেছে সহমর্মিতায়।