৫ বছরে অনাদায়ী সম্পদের পরিমাণ ₹৩০০০০ কোটি, ধুঁকছে আমজনতার LIC! তোপ রাহুলের
এইসময় (ভারত)
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১৮:৩৮
business news: তবে অর্থনীতিবিদদের মতে, এখনই অতটা ভয় না পেলেও এলআইসি-র পরিস্থিতি সত্যিই আশঙ্কার। কারণ ২০১৯-২০ অর্থবর্ষের প্রথম ৬ মাসে এলআইসি'র এনপিএ অর্থাৎ অনাদায়ী সম্পদ ৬.১০%। যা ইয়েস ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক ও আইসিআইসি ব্যাংকের মতো ধুঁকতে থাকা ব্যাংকের প্রায় কাছাকাছি। দেখা গিয়েছে, গত পাঁচ বছরে এলআইসি'র অনাদায়ী সম্পদের পরিমাণ প্রায় ৩০০০০ কোটি টাকা।