জরাজীর্ণ ঘরে বসবাস হাজারো মানুষের
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১২:১১
লোহার কাঠামোর ওপর বসানো টিন মরচে ধরে নষ্ট হয়েছে অনেক আগে। তার ওপর দেওয়া হয়েছে শণ। এরপরও কুয়াশা ও বৃষ্টির পানি ঘরে ঢোকায় চালার ওপর দেওয়া হয়েছে পলিথিন। এভাবে বৃষ্টি-কুয়াশার পানি ঠেকিয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার বলিরপাড়ার অরোনিমা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন দুই শ পরিবারের হাজারো মানুষ। বৃদ্ধ নুরুল হুদার (৬৫) জায়গাজমি নেই। ভূমিহীন এ ব্যক্তির ১৫ বছর আগে ঠাঁই হয় এ আশ্রয়ণ প্রকল্পে। ২০০৫ সাল থেকে...