ছেলের মেলেনি প্রতিবন্ধী আর মা'র বিধবা ভাতা

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৮:১৪

'ছয় বছর ধইরা আমার প্রতিবন্ধী ছেলেডারে শিকল দিয়া বাইন্দা রাখছি। ছেলেডার একটা চোখ নাই। কথাও কইতে পারে না। ছোটবেলা থাইকা সে বোবা। মানুষের বাড়ি থাইকা ভিক্ষা কইরা কইডা চাউল পাই। হের থেইকা ছেলেডারেও খাওয়াই, আমিও খাই। ছেলেডারে ভাল কোনো খাওন দিতে পারি না। ছেলেডারে লইয়া কত যে কষ্টে আছি বাবা, তা একমাত্র আল্লাহই জানেন। কেউ আমার কথা হুনে না। আমাগোর এই কষ্ট কেউ দেহে না'। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকান গ্রামের শিকলবন্দি মোমতাজ মিয়ার বিধবা মা দোলেনা খাতুন আহাজারি করে এসব কথা বলেন। এ সময় ক্ষোভের সঙ্গে তিনি বলেন, হুনছি সরকার নাকি বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড কইরা দিতাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও