বাল্যবিয়ে রোধে সদিচ্ছাই জরুরি বিষয়
অপ্রাসঙ্গিক মনে হতে পারে কথাটা যে, ভারতীয় উপমহাদেশের সমাজে বহু কুসংস্কার, বহু মানবিকতা বিরোধী আচার-প্রথা, এক কথায় বহু সামাজিক অভিশাপের মধ্যে একটি বাল্যবিয়ে, অপরিণত বয়সী শিশুকন্যার বিয়ে। ফলে কিছু অঘটনও ঘটেছে। যদিও শাস্ত্রকারদের দাবি, কন্যার ঋতুদর্শন অবধি স্বামী সহবাস তথা যৌনমিলন চলবে না।