মার্কিন ঘাঁটিতে হামলা না চালালে পিছিয়ে পড়ত ইরান
কালের কণ্ঠ
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ০৯:২১
মার্কিন সন্ত্রাসী সেনারা ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অঙ্গনে যে কূটনৈতিক তৎপরতা চালায় তার ফলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্র তৈরি হয়। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল (রোববার) তেহরানে এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।