জনসনের ওষুধ সেবনে পুরুষের স্তন বৃদ্ধি, ৮০০ কোটি ডলার জরিমানা
মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি মানসিক চিকিৎসার ওষুধ সেবনের পর স্তনের আকার বদলে যাওয়ার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার আদালত কোম্পানিটিকে ৮ বিলিয়ন ডলার জরিমানা করেছেন। ওষুধ সেবনের পর পুরুষের স্তন বৃদ্ধির ব্যাপারে গ্রাহকদের সতর্ক করতে ব্যর্থ হওয়ায় শুক্রবার ফিলাডেলফিয়ার আদালতের বিচারকরা এই বহুজাতিক কোম্পানিকে জরিমানা করেছেন। আদালত বলেছেন, এই মুহূর্তে ক্ষতিপূরণ হিসেবে ভূক্তভোগীকে ৬ দশমিক ৮ মিলিয়ন ডলার পরিশোধ করবে জনসন অ্যান্ড জনসন। তবে মার্কিন এই ফার্মাসিউটিক্যালস কোম্পানি আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। এর আগে, গত অক্টোবরে আদালতকের বিচারকরা জনসন অ্যান্ড জনসন এবং এর সহযোগী প্রতিষ্ঠান জনসিন ফার্মাসিউটিক্যালসকে ভূক্তভোগী ও মামলার বাদি নিকোলাস মুরেকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন। ওই সময় তিনি আদালতকে বলেন, সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডারের চিকিৎসায় জনসিন ফার্মাসিউটিক্যালসের রিসপারডাল ওষুধটি সেবনের পর তার স্তন বড় হতে থাকে। আদালত ক্ষতিপূরণের পরিমাণ কমালেও জনসন অ্যান্ড জনসন বলেছে, আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই ওষুধের উপকার এবং ক্ষতিকর দিকগুলোর ব্যাপারে ওষুধটির গায়ে সতর্ক বার্তা দেয়া হয়েছে কিনা তা আদালতের বিচারকদের কাছে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে হাজির করতে পারেননি জনসিন ফার্মাসিউটিক্যালস। ফিলাডেলফিয়া ছাড়াও এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে ভোক্তাদের জানাতে ব্যর্থ হওয়ার দায়ে পেনসিলভানিয়া, ক্যালিফোর্নিয়া ও মিসৌরিতেও জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.