![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/aa-2001150915.jpg)
মাগুরায় জনপ্রিয় হচ্ছে ‘ব্রকলি’র চাষ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ১৫:১৫
দেখতে অনেকটা ফুলের মতো। সবুজ পাতার মধ্যে গাঢ় সবুজ সবজিটি খুবই আর্কষণীয়। যে কেউ দেখলে মুগ্ধ হবেই। এ নতুন সবজিটির নাম ‘ব্রকলি’। অনেকেই এটি দেখলে মনে করবে ফুলকপির বিকল্প সবজি। কিন্তু তা নয়। খুবই সুস্বাদু ও গুণে ভরা সবজি এটি।